নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গায় নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ভাবনা নিয়ে একদিনের সেমিনার আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ন ইউনিয়ন এন্ড ট্রেড ক্রাফট এক্সচেইঞ্জ পরিচালিত উই প্রজেক্ট ভাঙ্গা শাখা আজ দুপুরে ভাঙ্গা প্রশিকা উন্নয়ন কেন্দ্রের হল রুমে এই সেমিনারের আয়োজন করে।
ভাঙ্গা সামাজিক নারী উন্নয়নের নেত্রী মাবিয়া বেগমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উই প্রজেক্ট এর জেলা কো-অর ডিনেটর আজিম উদ্দিন, ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, যুব উন্নয়ন অফিসার সেলিম রেজা, কাউলিবেড়া ইউপি চেয়ারম্যান রেজাউল হাস্নাত দুদু, প্রশিকা উন্নয়ন কর্মকর্তা আরিফ রহমান, শিক্ষক জালাল আহমেদ, কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ব্যবস্থাপক মোঃ শাহআলম, তথ্য আপা অরপনা রায়, সাংবাদিক মামুনুর রশিদ প্রমুখ।
এসময় সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ বর্তমান সরকারের সময়ে নারীদের ক্ষমতা উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের চলমান বিভিন্ন প্রকল্পর কথা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার পাশাপাশি উপস্থিত ভাঙ্গা নারী সামাজিক সমিতির মহিলাদের প্রশ্নের উত্তর দেন।
সেমিনারের সার্বিক তত্ত্বাবোধনে ছিলেন ভাঙ্গা উপজেলা কো-অরডিনেটর মোঃ মোখলেসুর রহমান।