নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গায় ইউরোপিয়ন ইউনিয়ন এন্ড ট্রেড ক্রাফট এক্সচেইঞ্জ পরিচালিত উই প্রজেক্ট ভাঙ্গা শাখার উদ্যোগে আজ রোববার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় স্থানীয় প্রশিকা উন্নয়ন কেন্দ্রের হল রুমে স্কিল এন্ড ডেভেলপমেনট বিষয়ক একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়নের কাজের ক্ষেত্রে নারী ও পুরুষের সমানাধিকার এবং সরকারী দপ্তরগুলতে যে সকল সাধারণ সেবা দেওয়া হয় সেইক্ষেত্রে সকলের সাথে সকলের যোগাযোগ রক্ষার্থে জনসচেতনা গড়ে তোলার লক্ষে যুব ও যুব মহিলাদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় স্কিল এন্ড ডেভেলপমেনট বিষয়ক একদিনের সেমিনার। এসময় সেমিনার কক্ষে উপস্থিত সকলকে উন্মুক্ত আলোচনার আহ্বান জানান উই প্রজেক্ট এর জেলা কো-অর ডিনেটর আজিম উদ্দিন।
উন্মুক্ত আলোচনা সভায় উপস্থিত যুব ও যুব মহিলারা উপস্থিত সরকারী বিভিন্ন দপ্তর প্রধানদের সামনে নিজেদের প্রশ্ন তুলে ধরেন। পরে সম্মানিত বক্তারা সরকারের বিভিন্ন দপ্তরের সেবা প্রসঙ্গে উত্তর তুলে দেন উপস্থিত সদস্যদের সামনে।
সেমিনারে উপস্থিত ছিলেন ভাঙ্গা যুব উন্নয়ন অফিসার সেলিম রেজা, মহিলা অধিদপ্তর কর্মকর্তা ইলা কুণ্ড, সমাজসেবা অফিসার, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খালেক মোল্লা, মালিগ্রাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবা উদ্দিন, কাউলী বেড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবা আহমেদ, তথ্য আপা অর্পণা রায়, প্রমুখ। সেমিনারের সার্বিক তত্ত্বাবোধনে ছিলেন উই প্রজেক্ট ভাঙ্গা উপজেলা কো-অরডিনেটর মোঃ মোখলেসুর রহমান।