নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা আ্যথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে ডাঃ কাজী আবূ ইউসুফ ষ্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন শেষে আকাশে শান্তির প্রতিক পায়রা উড়নো হয়। এরআগে র্যালী বের করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করে।
উদ্বোধন অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান, সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক হায়দার হোসেন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ , ক্রিড়া শিক্ষক-শিক্ষার্থীসহ সাংবাদিক প্রমুখ।
উপজেলার স্কুল ও মাদ্রাসার ২১ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।