নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০ টি উপজেলায় একযোগে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের অংশ হিসেবে ভাঙ্গায় উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ আসলাম মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আজীম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম।
এছাড়াও ভাঙ্গা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, পশ্চিম হাসামদিয়া কবর স্থান কমিটির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাপলও নওরোজ, শিক্ষা অফিসার রুহুল আসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০ টি উপজেলায় একযোগে উদ্বোধন শেষে ভাঙ্গায় মডেল মসজিদে একটি বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ভাঙ্গা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান পেশ ইমাম।