নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গায় জাঁকজমকপূর্ণভাবে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে প্রধান অতিথি ফরিদপুরের ডিডি এলজি আসলাম মোল্লা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।
ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহামুদুল হাসান ও ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন।
ভাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠে।