নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
আজ দুপুর সারে বরটার দিকে মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে।
নিহতরা হলেন, ভাঙ্গার পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার মাইনুদ্দিন শেখ, তার মেয়ে তাবাসুম আক্তার ও নিহত মাইনুদ্দিনের শালা সৌরভ মাতুব্বর।
প্রতক্ষ্যদর্শরী ও ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় বিক্ষুব্ধ জনতা স্টার লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর ভাঙ্গা থেকে দমকল বাহিনীর একটি টিম গিয়ে বাসের আগুন নেভাতে সক্ষম হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহনও চলছে।
ফায়ার সার্ভিস ফরিদপুর জেলা প্রধান অফিসার শিমুল আহমেদ বলেন, ‘আমরা তিনজনের নিহতের ঘটনা ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুনে সেখানে যাই। লাশ উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করি এবং বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
উক্ত বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটনায় গোটা এলাকায় একটি শোঁকের ছায়া নেমে এসেছে