মাদারীপুর সংবাদদাতা :: মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী দল বলেই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় দেশের সকল মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছেন।
রবিবার বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ মাঠে জেলা প্রশাসন আয়োজিত “মুক্তিযুদ্ধ বিষয়ক প্রজম্মকে জানি” আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ’ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা করে চলছে। স্বাধীনতা বিরোধী সেই রাজাকার আলবদল, গণহত্যাকারী, গণধর্ষণকারীদের বিচার করেছেন। বিচার কার্যক্রম চালু রয়েছে।
মাদারীপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান হিমু, উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আনিসুজ্জামান, মাদারীপুর-২ আসনের এমপির স্থানীয় প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, রাজৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম মীর, উপজেলা আওয়ামী লীগের (একাংশ) আহবায়ক শাহাবুদ্দিন শাহাসহ জেলা উপজেলার মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।