• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে ২-৭ বছরের জেল সৌদিতে দুর্ঘটনায় ১২ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক মামলার থাকায় প্রথম আলোর সাংবাদিক গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী নূরে আলম সিদ্দিকী আর নেই উপজেলা চেয়ারম্যানদের ওপর একচ্ছত্র কর্তৃত্ব থাকলো না ইউএনওদের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পদ্মা রেল লিংকের শ্রমিক নিহত ভাঙ্গায় নারীর ক্ষমতায়নে উই প্রকল্পের র‍্যালী ও আলোচনা সভা ভাঙ্গায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে র‍্যালী ও আলোচনা সভা ভাঙ্গায় মাঝারদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ভাঙ্গায় চতুর্থ পর্যায়ে ঘর পেল ২৬৪টি ভূমিহীন পরিবার

ভাঙ্গায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ-শতাধিক

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :: ক্রিকেট খেলা। এবার এই খেলা কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ফরিদপুরের ভাঙ্গা পৌরসদরের কেএম কলেজ পাড় এলাকায়। পুনঃসংঘাতের আশংকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।

সংঘাত চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৫৪ রাউন্ড রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। ইটের আঘাতে এসময় উভয় পক্ষের লোকজনসহ পুলিশ সদস্যও আহত হয়েছে।

আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকারি কেএম কলেজ মাঠে দু’দল গ্রামবাসীর যুবকদের মধ্যে ক্রিকেট খেলা চলছিল। খেলা চলাকালীন সময় আলগী ইউনিয়নের সোনা খোলা গ্রামের জনৈক যুবকের সাথে পৌরসদরের কাপুড়িয়া সদরদী গ্রামের অপর এক যুবকের সাথে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে উত্তেজনার বশবর্তী হয়ে খেলার ষ্ট্যাম ও ব্যাটদিয়ে প্রতিপক্ষের উপর তারা হামলা চালায়। এতে রাব্বি (১৭), তামিম (১৮), গোলাম মওলা (১৮) ও মুশফিকুর জাহিদ (২০) আহত হয়। এঘটনাকে কেন্দ্র করে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সরকি, রামদাসহ মুখোমুখিসংঘর্ষে লিপ্ত হয়। রনক্ষেত্রে পরিনত হয় গোটাএলাকায়।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

একটি পর্যায়ে ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলালউদ্দিন ভুঁইয়া ও ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলামের নেতৃত্বে ফরিদপুর থেকে দাঙ্গা পুলিশ ও থানা পুলিশ যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে বলে অভিযোগ এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ