নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গায় টোল দেওয়ার সময় পিকাপ ভ্যানের ধাক্কায় মোঃ মহিউদ্দিন আল আজাদী (৫০) নামে অপর এক প্রাইভেটকার যাত্রী নিহত হয়েছেন। তিনি মুন্সীগঞ্জের টুংগীবাড়ী উপজেলা দামপাড়া গ্রামের মৃতঃ খোরশেদ আলমের পুত্র। এ ঘটনায় গাড়ির চালক ও মাওলানার অপর এক সহযোগী আহত হয়েছেন।
আজ (২৪ জানুয়ারি) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের বগাইল টোলপ্লাজা এলাকায় ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ তৈমুর রহমান।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর রাতে ভাঙ্গা টোল প্লাজায় টোল দেওয়ার সময় পিছন দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যান সজোরে প্রাইভেটকারে পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।