নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা ‘সাংবাদিক ঐক্য ফোরামের’ কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সাংবাদিক বঙ্গ টিভির স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেনকে সভাপতি ও সাপ্তাহিক ভাঙ্গার খবর পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল মুন্সীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
সোমবার সন্ধ্যায় শহরের একটি চাইনিজ হোটেলে এন্ড রেস্টুরেন্টে উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক ঐক্য ফোরামের যৌথ সাধারণসভায় উপস্থিত সাংবাদিকদের সমম্বয়ে কমিটি গঠন করা হয় ‘সাংবাদিক ঐক্য ফোরাম’।
কমিটি ঘোষণা করেন ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মামুনুর রশীদ।
সমকাল সুহৃদ সমাবেশের ভাঙ্গা উপজেলার সভাপতি প্রফেসর এবিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় এসময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির প্রতিনিধি মাসুম অর রশিদ, ভাঙ্গা প্রেসক্লাবের (একাংশের সাধারণ সম্পাদক সাইফুল্লা শামিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান মুন্সী, কমিশনার পারুলী আক্তার, সাংবাদিক মেহেদী হাসান তুষার, আকরামুজ্জামান মিঠু, জামাল আহমেদ, রুহি দাস, সাইফুল ইসলাম, তাইফুর রহমান, আলম মুন্সী, সালমান মোল্লা, মহিউল আলম, ইমরান মুন্সী, রনি, মাহামুদুল হক বাহার প্রমুখ।
সাধারণ সভার সঞ্চালনায় ছিলেন ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এটিম ফরহাদ নান্নু।