নিজস্ব প্রতিবেদক :: ভাঙ্গায় প্রথমবারের মত শুরু হয়েছে চারদিন ব্যাপী উপজেলা নির্বাহী অফিসার টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট।
আজ বিকেলে উৎসবমুখোর পরিবেশে ভাঙ্গা পৌরসভার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাঙ্গালদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এসময় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল ইসলাম, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের, যুবলীগ নেতা রাজিবুল হাসান বাবু, ভাঙ্গা সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ইসমাইল মুন্সীসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট এর সার্বিক সহযোগীতায় রয়েছেন লায়েকুজ্জামান মিঠু, অনুপ কান্তি দাস, সালেকিন সাকি, সাইফুল আলন সোহাগ, তানভীর আহমেদ আশিকুজ্জামান।