নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গায় ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মধ্যেমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদ এর রাইস ট্রান্স প্লানটারের মাধ্যেমে চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় শতাধিক কৃষিজীবী প্রান্তিক কৃষকদের উপস্থিতিতে একটি অনারম্বর পরিবেশে গতকাল বিকেলে উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দি নতুন বাজার সংলগ্ন এলাকায় এ উপলক্ষে ভাঙ্গা কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাইস ট্রান্স প্লানটারের মাধ্যেমে চারা রোপণ কাজের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কৃষি অফিসার জিয়াউল হোক, আন্তর্জাতিক গম ভুট্টা উন্নয়ন কেন্দ্রের ফরিদপুর অঞ্চলের প্রধান সমন্বয়কারী জাকারিয়া হাসান, ইঞ্জিনিয়ার চিম্ময় গোলদার, ইউপি চেয়ারম্যান মম সিদ্দিক মিয়া, কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার বেলায়েত হোসেন।