নিজস্ব প্রতিবেদক :: শিশুদের শিক্ষার পাশাপাশি চিত্ত বিনোদনের ধারায় মানসিকভাবে বিকশিত করার লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গোডাউন বাজার এলাকার শিশুতোষ শিক্ষালয় সান ফ্লাওয়ার কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।
মহান অমর ২১শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মধ্যে দিয়ে সান ফ্লাওয়ার কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা আজ একটি উৎসব মুখোর পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা শিক্ষা অফিসার মহসীন রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জাহাঙ্গীর হোসেন, গিয়াস উদ্দিন আরজু, ইসরাইল ফকির, সান ফ্লাওয়ার কেজি স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান টিপু, লিটু মোল্লা, সান ফ্লাওয়ার কেজি স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মতি তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ভাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু ও সভাপতিত্ব করেন ইমারত হোসেন (সাবেক এএসপি)।
সান ফ্লাওয়ার কেজি স্কুলের বিভিন্ন বয়সের শিশুরা কোরান তেলায়াত, সঙ্গীত, যেমন খুশী সাজোসহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে। এছাড়া অভিভাবকদের জন্য বালিশ নিক্ষেপ ইভেন্ট এর আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুরস্কার বিতরণ করেন।