নিজস্ব প্রতিবেদক :: সারাদেশের ন্যায় ফরিদপুরের ভাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলার অধিদপ্তরের উদ্যোগে আজ সকালে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী পরবর্তীতে ভাঙ্গা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদদীন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব হোসেন মোতালেব, ভাঙ্গা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হাজী আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক হাজী সাইফুল্লা শামীম, ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মামুনুর রশীদ, সঙ্গীত শিল্পী দুলালসাহা ও মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ড প্রমুখ।
এরআগে দিবসটি উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের নারী নেত্রী, কর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ থেকে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সেমিনার কক্ষের আলোচনা সভায় মিলিত হয়।