নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গায় মাসিক আইন শৃঙ্খলা সভা সোমবার সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা পরিষদ ও প্রশাসনের সমন্বয়ে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দ্রব্যমূল্যের ক্রয় বিক্রয় ক্ষেত্রে বিশেষ মনিটরিং এর উপর ব্যাপক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ মহসীন রেজা, মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান, সাংবাদিক মজিবুর রহমান, এটিএম ফরহাদ নান্নু, চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম ছিদ্দিক মিয়া, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুর রহমান, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাস্নাত দুদু মিয়াসহ আইন শৃঙ্খলা সভার সদস্যগন।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম ভাঙ্গার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র তুলে ধরার পাশাপাশি উপস্থিত সকলকে এলাকার যে কোন ধরণের অপরাধ বা অপরাধীদের সঠিক তথ্য দিয়ে আইনের আওতায় আনার লক্ষে পুলিশ প্রশাসনকে সহযোগীতা করার আহ্বান জানান।