নিজস্ব প্রতিবেদক :: আহালান সাহালান মাহে রামাদান। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখা । রমজানের আগেই মঙ্গলবার বাদ আছর ভাঙ্গা ঈদগাহ মারকাজ মসজিদ থেকে র্যালীটি বের করা হয়।
ইসলামী আন্দোলন ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মাতুব্বরের নেতৃত্বে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে দিয়ে ঈদগাহ মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
র্যালীতে স্লোগান ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দিনে প্রকাশ্যে পানাহার না করা, হোটেল রেস্তোরায় খোলামেলা বেচা বিক্রি বন্ধ রাখা, নারী-পুরুষ অবাধে খোলামেলা চলা বন্ধ রাখা, বেপর্দা বেহায়াপনা বন্ধ রাখা, মুসলমানদের ঈমানী দায়িত্ব। এভাবেই রমজানের পবিত্রতা রক্ষার্থে মিছিল করেন।
এ সময় র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ভাঙ্গা থানা মুজাহিদ কমিটির জিম্মাদার (ছদর) আলহাজ্ব হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে অংশ নেন, ভাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাকির হোসেন মুন্সী।
আলোচনা সভা পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। উপস্থিত ছিলেন, ১২ ইউনিয়নের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিয়েকেরাম।