• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:৩৬ অপরাহ্ন

ভাঙ্গায় চতুর্থ পর্যায়ে ঘর পেল ২৬৪টি ভূমিহীন পরিবার

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ২২ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না-প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ফরিদপুরের ভাঙ্গায় চতুর্থ পর্যায়ে ২৬৪টি ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করেছে ভাঙ্গা উপজেলা প্রশাসন। এনিয়ে ভাঙ্গার মোট এক হাজার ৩৬জন ভূমিহীন ও গৃহহীন পরিবার মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নিজেদের আশ্রয়স্থল খুঁজে পেল।

আজ বুধবার (২৩ মার্চ) সকালে অনলাইনে গণভবন থেকে প্রধানমন্ত্রী সংযুক্ত হয়ে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের আনুষ্ঠানিকভাবে ঘর প্রদান করার পর ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সেমিনার হল রুমে সুবিধাভোগীদের মাঝে ঘর ও চাবি হস্তান্তর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ভাঙ্গা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, সাবেক মুক্তিযোদ্ধা ডেঁপটি কমান্ডার মাহাবুব হোসেন মতালেব, ভাঙ্গা উপজেলা মাধ্যমিক অফিসার জালাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ইলা কুণ্ড, উপজেলা ত্রান বিষয়ক কর্মকর্তা মানস বোস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের ও সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

উল্লেখ থাকে যে ভাঙ্গা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ঘারুয়া ইউনিয়নের গংধরদী, চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী ও হামিরদী ইউনিয়নের মুন্সুরাবাদ গ্রামে তিনটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করেন। এই তিনটি আশ্রয়ণ প্রকল্পে এক হাজার ৩৬জন ভূমিহীন পরিবার বসবাস শুরু করেছেন। প্রথম পর্যায়ে ২৫০টি ঘর, ২য় পর্যায়ে ১৩৯টি, ৩য় পর্যায়ে ৩৮৩টি ও চতুর্থ পর্যায়ে আজ ২৬৪টি পরিবারের মাঝে ঘরসহ চাবি হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। পুনর্বাসিত পরিবারের সংখ্যা ৮৭২ এবং ১৬৪টি পুনর্বাসনের প্রক্রিয়াধীন রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছে ভাঙ্গা উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান।

অনুষ্ঠানের শেষ পর্বে জাতির জনক বঙ্গ বন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনায় উপস্থিত সকলে অংশ গ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ