নিজস্ব প্রতিবেদক :: নারীরা আর পিছিয়ে নয় সামনে এগিয়ে যেতে হবে। সেই লক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নারীর ক্ষমতায়নে (উই) প্রকল্পের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ভাঙ্গা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মাবিয়া বেগমের সভাপতিত্বে বিভিন্ন পেশার তিনশতাধীক নারী কর্মীদের উপস্থিতিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুণ্ড। বিশেষ অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান রেজাউল হাস্নাত দুদু মিয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উই প্রকল্পের জেলা কোঅরডিনেটর আজিম উদ্দিন, ভাঙ্গা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, তথ্য আপা অর্পণা মণ্ডল, উপজেলা সমন্বয়কারী মোখলেসুর রহমান প্রমুখ।
এর আগে নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মাবিয়া বেগমের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ কার্যালয়ের আলোচনা সভায় উপস্থিত সকলে মিলিত হন। আলোচনা সভায় উই প্রকল্পের বিভিন্ন বিভিন্ন ইউনিট এর নারীরা অংশ গ্রহণ করেন।