নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের চাঁকায় পিষ্ট হয়ে শাহিন শরীফ(২২) নামের পদ্মা রেল লিংকের এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে কাজে যাওয়ার সময় ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের দীঘলকান্দা নামক স্থানে একটি ট্রাক তাকে চাঁপা দিলে মর্মান্তিক এদুর্ঘটনা ঘটে। শাহিন শরীফ আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের শহিদুল শরীফের ছেলে। ছোটবেলা থেকেই তিনি মামা বাড়ি দীঘলকান্দায় মায়ের সাথে বসবাস করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহিনের বাবা শহিদুল শরীফ ২০ বছর আগে তার মাকে তালাক দেওয়ায় শাহীন মায়ের কাছেই বড় হয়ে উঠেন। ১৬ বছর বয়স থেকে রেলের শ্রমিক হিসেবে বামন কান্দা রেলস্টেশনে কাজ করে নিজের আর মায়ের মুখে অন্য তুলে দিয়ে আসছেন মায়ের একমাত্র উপার্জনক্ষম ছেলে। প্রতিদিনের মত ফজরের নামাজ পড়ে কাজের জন্য আজও বের হন শাহীন। কিন্তু বিঁধি বাম! বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় বাঙ্গি বোঝাই ঘাতক একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৯-২৯২৭) তাকে চাকায় পৃষ্ট করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, ঢাকা গামী বাঙ্গি বোঝাই একটি ট্রাক শাহীনকে চাঁপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। আমরা ট্রাক আটক করেছি ড্রাইভার হেলপার পালিয়ে গেছে।