• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:২৪ অপরাহ্ন

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১৫ মে, ২০২৩

নগরকান্দা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন জামাল

নিজস্ব প্রতিবেদক :: এ্যাড. জামাল হোসেন মিয়া ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এ্যাড. জামাল হোসেন মিয়া’কে। আজ সোমবার গনমাধ্যমের হাতে জেলা আ.লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক পত্র মূূূূলে তথ্য জানা গেছে।

এখন থেকে তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। সাবেক এই ছাত্রনেতা জামাল হোসেন মিয়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের এক নং যুগ্ম-সাধারণ সম্পাদক।

৬ মে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর পাঠানো ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক পরি পত্রের মাধ্যমে জামাল হোসেন মিয়াকে দায়িত্ব প্রদান করা হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ যৌথ স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয় যে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া সরকারি চাকুরিতে যোগদান করার কারণে দলের সাধারণ সম্পাদক এবং প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে সম সাময়িক সময়ে এটি সাংগঠনিক শূন্যতার শামিল।

আরও উল্লেখ করা হয় দলের গঠনতন্ত্র মোতাবেক শূন্য পদে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়াকে পরবর্তী সম্মেলনের পূর্ব পর্যন্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হলো।

এদিকে এ্যাড. জামাল হোসেন মিয়া নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণসম্পাদকের দায়িত্ব পাওয়ায় খবরে গোটা এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে আনন্দ উৎসবে মিষ্টি বিতরণ করেছেন জামাল মিয়ার সমর্থকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ