বাহার মিয়া :: ফরিদপুরের ভাঙ্গায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মা দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্দ্যেগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে মা দিবসের একটি র্যালী বের করা হয়। র্যালীর নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দীন।
এসময় র্যালীতে বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কর্মচারী, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে একটি আলোচনা সভায় মিলিত হয়।
ভাঙ্গা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুণ্ডর সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব হোসেন মোতালেব, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইছাহাক মোল্লা, আওয়ামীলীগ নেতা আকরামুজ্জামান রাজা, প্রধান শিক্ষিকা রুনু সাহাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ।